নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের দিকে জোড় দিয়েছেন ঐক্য ফ্রন্টের নেতারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন পিছিয়ে সরকারের মেয়াদপূর্তির পরের ৯০ দিনে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আদলে ভোট করার দাবি তুলেছেন। ওবায়দুল কাদের বলেন সংবিধানের বাইরে গিয়ে এমন দাবি মেনে নেওয়ার কোনো অবকাশ নেই।
প্রধানমন্ত্রীর সাথে আজ দ্বিতীয় দফা সংলাপে এই সমস্ত দাবি জানান। ওবায়দুল কাদের বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দেওয়ার দাবি প্রকারন্তরে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি বাহানা। আর এই পিছিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফাক ফোকর করে দেওয়া হচ্ছে যাতে করে তৃতীয় কোন শক্তি আবার ক্ষমতায় যেতে পারে অসাংবিধানিকভাবে।