আগামিকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ ভাষন দিবেন সিইসি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ ভাষন দিবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। এই ভাষনেই তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করবেন। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালে তার এই ভাষন রেকর্ড করা হবে। পরে তা সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ। আগামীকাল সকাল ১১টায় নির্বাচন কমিশনের একটি সভা করার কথাও রয়েছে।