নরসিংদীর রায়পুরায় চলছে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন, জনমনে ক্ষোভ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

নরসিংদীর রায়পুরা থানায় একেবারেই নিরীহ মানুষকে অকারনে গ্রেপ্তার চলছে। যাদের বিরুদ্ধে কোন রকমের অভিযোগ নাই এমন লোকজনই গ্রেপ্তার হচ্ছে বেশী। যারা একেবারেই গোবেচারা টাইপের তাদেরকে বিনা কারনে গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর এই গ্রেপ্তার নিয়ে জনমনে চলছে ক্ষোভ। ফলে জনমত আওয়ামীলীগের উল্টা দিকে যাচ্ছে।

পক্ষান্তরে যারা মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজের শান্তিভঙ্গকারী তারা আইন শৃংঙ্খলা বাহিনীর সাথে মিলেমিশেই চলছে। তাদেরকে গ্রেপ্তার করছে না আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুষ্টের দমন ও শিষ্টের পালনের পরিবর্তে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী শিষ্টের দমন ও দুষ্টের পালনের ভুমিকায় অবতীর্ণ হয়েছে।

অভিযোগ রয়েছে এলাকার কতিপয় দালাল পুলিশকে দিয়ে নিরীহ মানুষকে গ্রেপ্তার করে বানিজ্য চালিয়ে যাচ্ছে। দালালদের মাধ্যমে যারা পুলিশকে মোটা অংকের টাকা প্রদান করে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যারা টাকা দিতে অপারগ তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দিয়ে কোর্টে চালান দেওয়া হচ্ছে। ক্ষেত্র বিশেষে দেখা যায়, পুলিশের হয়রানির শিকার মানুষগুলির অনেকেই আওয়ামীলীগের নীরব সমর্থক।

এমনই এক অভিযোগ পাওয়া গেছে রায়পুরা থানার আমিরগঞ্জ গ্রাম থেকে। সোমবার রাতে পুলিশ অটোচালক নান্নু মিয়াকে (৪৫) বিনা কারনে বাড়ী থেকে ধরে নিয়ে যায়। সে গ্রামের একেবারেই সহজ সরল ও নিরীহ টাইপের লোক। সে আওয়ামীলীগের নীরব সমর্থক বলেও জানা গেছে। এ নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।

২০/২৫ দিন আগে পুলিশ একই গ্রামের অত্যান্ত ভদ্র ও অমায়িক হিসাবে পরিচিত গোলজার হোসেনকে (৪৮) বিনা কারনে ধরে নিয়ে যায়। সে কোন দলের সক্রিয় সদস্য নয়। সে কখনো কোন দলের মিছিল মিটিংয়েও যায়নি। তার বিরোদ্ধে অতীতের কোন মামলাও নাই। পরে পুলিশ তাকে বিস্ফোরক দ্রব্য বহন ও বেআইনীভাবে সংঘবদ্ধ হয়ে নাশকতা সৃষ্টির অভিযোগের একটি মামলায় ঢুকিয়ে দেয়। মিথ্যা মামলায় অভিযুক্ত হয়ে এখন সে কারাগারে আছে।

পুলিশের এহেন ভুমিকার কারনে সরকারের বদনাম হচ্ছে। কেউ কেউ মনে করছেন সরকারের বিরোদ্ধে জনমতকে বৈরী করার জন্য কৌশলে পুলিশের ভিতরে থাকা আওয়ামীলীগ বিরোধীরা এই কাজ করে যাচ্ছেন সুকৌশলে। রায়পুরার জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ এই বিষয়টির খোজ খবর নেওয়া উচিত বলে এলাকাবাসী মনে করেন।

Leave a Reply

Your email address will not be published.