দাবি না মানলে রাজশাহী অভিমুখে রোড মার্চ, তফসিল না পিছালে নির্বাচন কমিশন উভিমুখে পদযাত্রা-ফখরুল

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি মহাসচিব ও ঐক্য ফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীকালের সংলাপে ঐক্য ফ্রন্টের ৭ দফা দাবি না মানলে রাজশাহী অভিমুখে রোড মার্চ করা হবে। অপরদিকে তফসিল না পিছালে নির্বাচন কমিশন অভিমুখে‌ পদযাত্রা করা হবে। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্য ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সব কথা বলেন।

জনসভাটি মুলত ঐক্য জোটের শক্তি প্রদর্শনের জন্যই আয়োজন করা হয়েছিল। সমাবেশে সারাদেশ থেকে বিএনপি নেতা কর্মীরা এসে যোগ দেয়। ঢাকার পাশ্ববর্তী জেলা সমূহ থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই অধিক সংখ্যায় ছিল সমাবেশে। অপরদিকে ঐক্য জোটের অন্যান্য শরীক দলগুলির মিছিল খুব একটা চোখে পড়েনি। বেলা ১১টা থেকেই সমাবেশে নেতাকর্মীরা আসতে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডঃ কামাল হোসেন, প্রধান বক্তা ছিলেন জেএসডির আ স ম আব্দুর রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *