ম্যাচের নিয়ন্ত্রন জিম্বাবুয়ের হাতে, কঠিন চাপে স্বাগতিকরা

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেষ্টে ৩য় দিনে দ্বিতীয় ইনিংসে দক্ষতা ও অতি সাবধানে এগিয়ে যাচ্ছে সফরকারীরা। ব্যাটিংয়ে অভিজ্ঞতার ছাপ রাখছেন সফরকারীরা। প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে সফরকারীরা ২৮২ রান করেছিল। বাংলাদেশের পক্ষে একমাত্র সফল বলার তাইজুল ৬টি উইকেট শিকার করেছিলেন।

জবাবে বাংলাদেশ ১৪৩ রানেই বিসর্জন দেয় সবকটি উইকেট। মধ্যাহ্ন ভোজের পর ব্যাটিংয়ে নেমে দুটি সেশনও টিকে থাকতে পারেনি স্বাগতিকরা। ১৯ রানেই বিলিয়ে দেয় ৪টি উইকেট। গতকাল শেষ সময়ে জিম্বাবুয়ে ২য় ইনিংসের খেলা শুরু করে ২ রান করলে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। আজ খেলতে নেমে জিম্বাবুয়ের প্রথম উইকেটের পতন ঘটে ১৯ রানে, দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় ৪৭ রানে। আর তৃতীয় উইকেটের পতন হয় দলীয় ১০১ রানে। ৪৮ রান করে হেমিল্টন মাসাকাজ্জা আউট হন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে ২৬৯ রানের লিড নিয়ে ব্যাট করছে।

স্কোরঃ

জিম্বাবুয়েঃ ২৮২ ও ১৩০/৫ * (৪৩ ওভার)

বাংলাদেশঃ ১৪৩

Leave a Reply

Your email address will not be published.