প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া হয়েছে কওমী মাদ্রাসার পক্ষ থেকে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কওমী মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান ঘোষনা করায় কওমী মাদ্রাসা বোর্ড ও ছাত্রদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হয়। এই উপলক্ষে কওমী মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কওমী মাদ্রাসার ছাত্রদের সার্টিফিকেটের অথরিটি ৬টি বোর্ডের লোকজন উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী উদ্যানের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানকে কওমী মাদ্রাসার পক্ষ থেকে বলা হচ্ছে ‘শোকরানা মাহফিল’।

সকাল ৯টা থেকে এই শোকরানা মাহফিল অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী এই শোকরানা মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হন সকাল ১১টায়। সারাদেশের প্রায় ১৪ হাজার কওমী মাদ্রাসা থেকে প্রায় ১০ লক্ষ ছাত্র শিক্ষক এই সমাবেশে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি শোকরানা আদায় করেন। শোকরানা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী আলেমদের উদ্দেশ্যে বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম গুজবে আপনারা কান দিবেন না।

এই শোকরানা মাহফিল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ‘কওমী জননী’ উপাধি দেওয়া হয়। প্রধানমন্ত্রীর বক্তব্যর পর শাহ আহমদ শফী প্রধানমন্ত্রীর হাতে ‘কওমী জননী’ স্বারক প্রদান করেন। বিশাল এই জমায়েতে সভাপতিত্ব করেন কওমী মাদ্রাসার বোর্ড সভাপতি ও হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। কওমী মাদ্রাসার ৬টি বোর্ডের প্রধানরাও মঞ্চে উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *