সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষনা না করতে ইসিকে ঐক্য ফ্রন্টের চিঠি
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচন কমিশনকে আজ বিকালে একটি চিঠি পাঠিয়েছে। গনফোরামের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক ঐক্য ফ্রন্ট নেতা কামাল হোসেন স্বাক্ষরিত চিঠিটি নির্বাচন কমিশনে পৌছে দেন।
চিঠিতে যা বলা হয়েছে,
‘প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন, ৮ই নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর আবারও সংলাপের বিষয়টি বিবেচনায় রয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আবারও সংলাপে বসার ব্যাপারে ইচ্ছুক। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে, তফসিল ঘোষণার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি রাজনৈতিক প্রক্রিয়া, বিশেষ করে, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত ইসির অপেক্ষা করাই শ্রেয়।’
চিঠিতে আরো বলা হয়,
তফসিল ঘোষনার ক্ষেত্রে এমন অপেক্ষা ইসির প্রতি রাজনৈতিক দলগুলি ও জনগনের আস্থা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমরা মনে করি।