রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রবিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনিবার্য কারন বশত স্থগিত করা হয়েছে। ৯ই নভেম্বর সকাল ৯টায় এই পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হইবে। শিক্ষা মন্ত্রনালয়ের জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
একই সঙ্গে আগামীকালের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত নবম শ্রেণি (ভোকেশনাল) এবং নবম শ্রেণি (দাখিল ভোকেশনাল) চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রনালয় পরীক্ষা পিছানোর কোন কারন উল্লেখ করে নাই। তবে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে কওমি মাদ্রাসার ‘শোকরানা মাহফিল’ থাকায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছিল আগেই।
কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওয়ায়ে হাদিসকে (তাকমীল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিতে সম্প্রতি আইন করেছে বর্তমান সরকার। আর এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাতে সারাদেশের ১৩ হাজার ৯০২টি কওমি মাদ্রাসার ১৪ লাখ শিক্ষার্থীর পক্ষ থেকে এই সমাবেশ ডাকা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন কওমী মদ্রাসা শিক্ষা সংক্রান্ত বহুল আলোচিত নেতা শাহ আহমদ শফী।