রাষ্ট্রপতিকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও কমিশনের সচিব আজ বিকালে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের সাথে সাক্ষাৎ করেছেন। এই সময় তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। তফসিল ঘোষনার আগে রাষ্ট্রপতির সাথে এমন সাক্ষাৎ করার রেওয়াজ রয়েছে। তাই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎও বলা যায়।
আজ বিকাল ৪টা ১৮ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ৫০ মিনিট বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে এই বৈঠক চলে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ ইসি সচিবালয়ে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আন্তমন্ত্রনালয় সংক্রান্ত এক সভা হয়। শনিবার নির্বাচন কমিশনে বসবে কমিশনের সভা। এই সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ক্ষন ঠিক করা হবে এবং পরে তা জাতির উদ্দেশ্য ভাষন দিয়ে জানিয়ে দেওয়া হবে।