সংলাপ চেয়ে শেখ হাসিনার কাছে এরশাদের চিঠি

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সংলাপের আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ। বুধবার সকাল ১১টায় তার প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি ও দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠিটি পৌঁছে দেন।
সুনীল শুভ রায় বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ করতে আলোচনায় বসতে চান হোসাইন মোহাম্মদ এরশাদ। এরশাদের নেতৃত্বে ইউএনএ নামক একটি রাজনৈতিক জোট রয়েছে।