বিএনপির জন্য আরেকটি খারাপ খবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহন না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। জৈনিক মোজাম্মেল হোসেন হাইকোর্টে এই বিষয়ে একটি রিট দাখিলের পরিপ্রেক্ষিতে এই আদেশ আসে।
রিটকারীর আবেদনটি ৩০ দিনের মধ্য নিস্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় বলা ছিল, দুর্নীতির দায়ে দণ্ডিত কেউ দলের নির্বাহী পদে থাকতে পারবেন না। পরে বিএনপি এই ধারা সংশোধন করে গঠনতন্ত্র জমা দেয় নির্বাচন কমিশনে। তখন এই নিয়ে রাজনীতিতে বেশ আলোচনা সমালোচনা চলছিল।