জন্মসূত্রে আর নাগরিকত্ব দিবে না যুক্তরাষ্ট্র-ট্রাম্প

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

জন্মসূত্র ধরে আর নাগরিকত্ব দিবে না বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্প ঘোষনা দিয়েছেন। এই লক্ষ্যে আইন সংশোধনের কাজ চলছে। এতোদিন কোন বিদেশী নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করা অবস্থায় সন্তান জন্ম দিলে মার্কিন আইনে সে শিশু জন্মসূত্রে সে দেশের নাগরিকত্ব পেত ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতই সমস্ত সুযোগ সুবিদা ভোগ করে আসছিল। ১৯৬৮ সাল থেকেই এই আইনে যুক্তরাষ্ট্রে জন্ম গ্রহন করা শিশুরা বাবা/মা বৈধভাবে হউক আর অবৈধভাবেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী হউক সেদেশের নাগরিকত্ব পেত।

ট্রাম্প বলেন, পৃথিবীতে আমরা বাদে আর কোন দেশ নাই যেখানে অবৈধভাবে বসবাসকারী কোন দম্পতির সন্তান জন্মালে জন্মসূত্রে তাকে সে দেশের নাগরিকত্ব প্রধান করা হয়। তাই এই আইন শীঘ্রই পরিবর্তন করে অবৈধভাবে বসবাসকারী নাগরিকদের সন্তান জন্মালে তার নাগরিকত্ব দেওয়া বন্ধ করা হবে। আমেরিকায় সন্তান জন্ম দেওয়ার সুবাদে অবৈধ অভিবাসীরা সে দেশে বসবাসের সুযোগ পেত। কিন্ত নতুন আইন কার্যকর হলে সেই সুযোগ আর থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *