জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায়ে খালেদা জিয়ার ৭ বছরের কারাদন্ড
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায়ে বেগম খালেদা জিয়াসহ ৪ জনের ৭ বছর করে কারাদন্ড হয়েছে। এ ছাড়াও প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এই জরিমানার টাকা অনাদায়ে আরো ৬ মাস অতিরিক্ত জেল খাটতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ডঃ মোঃ আক্তারুজ্জামান এই রায় ঘোষনা করেন। এই মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত অন্য আসামীরা হলেন-সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এর আগে একই আদালত খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলার রায় ঘোষনার জন্য ২৯শে অক্টোবর দিন ধার্য করেছিলেন। পরে খালেদা জিয়ার আইনজীবীরা খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই কার্যক্রম চলতে পারে না বলে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট শুনানী শেষে খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়ে নিন্ম আদালতের আদেশ বহাল রাখেন। পরে খালেদা জিয়ার পক্ষ থেকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করা হয়। শুনানী শেষে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ আজ আদেশের দিন ধার্য করেছিলেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ আসানের নেতৃত্বে আপিল বিভাগ খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়ে নিন্ম আদালতের রায়ই বহাল রাখেন। ফলে এই মামলার রায় দিতে নিন্ম আদালতের আর কোন বাধা না থাকায় বিচারক ডঃ মোঃ আক্তারুজ্জামান আজ এই রায় ঘোষনা করেন।
উল্লেখ্য এর আগে জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ড হয়। এই মামলায় গত ফেব্রুয়ারী মাস থেকে বেগম খালেদা জিয়া কারাগারে আছেন।