আওয়ামীলীগ সংলাপে রাজি এই খবর শুনার পর বৈঠকে বসেছেন ঐক্য ফ্রন্টের নেতারা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আওয়ামীলীগ জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে সংলাপে বসতে রাজি এই খবর পাওয়ার পর বৈঠকে বসেছেন ঐক্য ফ্রন্টের নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মতিঝিলের চেম্বারে এই বৈঠক হচ্ছে। আওয়ামীলীগ ঐক্যজোটের সাথে সংলাপে রাজি হওয়ার পর ঐক্য ফ্রন্টের করনীয় সম্পর্কে এই বৈঠকে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে সংলাপে বসার জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর পলিটিক্যাল অফিস, ধানমন্ডির ৩ নং এ এই চিঠি ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে পৌছে দেওয়া হয়। আজ বিকালে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ধানমন্ডির ৩ নং অফিসে বৈঠকে আওয়ামীলীগ ঐক্য ফ্রন্টের সাথে সংলাপে বসবে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।
ওবায়দুল কাদের বলেন কোন রকম চাপে নয়, নীতিগতভাবেই আওয়ামীলীগ ঐক্য ফ্রন্টের সাথে বৈঠকে বসবে। যেহেতু কোন রকম শর্ত ছাড়া ঐক্য ফ্রন্ট বৈঠকে বসতে চাচ্ছে তাই আমরা বৈঠকে বসতে রাজি হয়েছি। আর শেখ হাসিনাও সংলাপে বসতে চান, এটাই হল শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকার।