সারাদেশে চলছে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট, জনজীবন বিপর্যস্ত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সকাল থেকে সারাদেশে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে। সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা পরিবর্তনের দাবিতে পরিবহন শ্রমিকরা এই ধর্মঘট ডেকেছে। এই ধর্মঘটের ফলে সারাদেশেই গনপরিবহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাজধানীসহ সারাদেশে পরিবহন সংকটে ভুগান্তিতে পড়েছে মানুষ।
এই ধর্মঘটের মাঝে গনপরিবহন চলাচল একেবারে বন্ধ থাকলেও রাজধানীর অনেক স্থানে যানঝট দেখা গেছে। রাজধানীর মহাখালী ও মৌচাকে থেমে থেমে যানঝট লক্ষ করা গেছে। এই সময় বিভিন্ন স্থানে সরকারী বিআরটিসি বাসগুলি চলতে দেখা গেছে। প্রাইভেট কার, সিএনজি ও বিভিন্ন অ্যাপ ভিত্তিক বিভিন্ন সেবা যেমন কার ও মটর বাইক ব্যপকভাবে চলতে
দেখা গেছে। রাজধানীর বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে অ্যাপ ভিত্তিক গাড়িগুলিকে যাত্রীর জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। তবে রাজধানীর কোথাও পিকেটিং চোখে পড়েনি। সারাদেশে প্রাইভেট কার কিংবা মটর সাইকেল চলাচলে কোন প্রতিবন্ধকতা তৈরী করেনি শ্রমিকেরা। তবে এবারই প্রথম কোন রকম ভাংচুর ছাড়াই পরিবহন ধর্মঘট চলছে। এই পরিবহন ধর্মঘটের ফলে মানুষের মাঝে কোন আতংস্ক নেই, তবে ভুগান্তি আছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে সড়ক পরিবহন আইন সংশোধন করা সম্ভব না।