ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিলেন জামাল খাশোগীর প্রেমিকা
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডুনাল্ড ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিলেন তুরস্কে নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগীর প্রেমিকা। ট্রাম্প খাশোগীর প্রেমিকা হাতিস চেঙ্গিসকে প্রস্তাব দিয়েছিলেন হোয়াইট হাউজ সফর করার জন্য। হাতিস চেঙ্গিস তুরস্কে মার্কিন কন্সুলেটের ভিতরে খাশোগীর মৃত্যুর তদন্ত বিষয়ে ট্রাম্প আন্তরিক নয় বলে তিনি এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রে নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগী কয়েক সপ্তাহ আগে তুরস্কে অবস্থিত সৌদি কন্সুলেটে নির্মমভাবে খুন হন। খাশোগী বিয়ে সংক্রান্ত ডকুমেন্ট প্রসেস করতে সৌদি কন্সুলেট অফিসে ঢুকে আর সেখান থেকে ফেরত আসেননি। সৌদি ক্রাউন প্রিঞ্চ সালমানের নির্দেশে তাকে দূতাবাসের ভিতরেই খুন করা হয় বলে ধারনা করা হচ্ছে। তুরস্কের নাগরিক হাতিস চেঙ্গিসের সাথে খাশোগীর প্রনয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। হাতিস চেঙ্গিস নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলেন, তুরস্কে অবস্থিত সৌদি কন্সুলেট অফিসের ভিতরে সেদিন আসলে কি ঘটেছিল ট্রাম্প যদি সেটি খোজে বের করেন তাহলে তিনি ট্রাম্পের প্রস্তাব গ্রহন করবেন।