চায়না তার দখলে থাকা এক ইঞ্চি মাটিও ছাড়বে না
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চায়না তার অধীনে থাকা ১ ইঞ্চি জমির দখলও ছাড়বে না বলে হুশিয়ারী করে দিয়েছে। এমন কি স্বায়ত্ব শাসিত তাইওয়ানকেও কারো হাতে ছেড়ে দিবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে উদেশ্য করেই মূলত এই হুশিয়ারী দেওয়া হয়েছে। চায়নার স্বরাষ্ট্রমন্ত্রী আজ এই হুশিয়ারী উচ্চারন করেন।
দক্ষিন চীন সাগরেও কারো কর্তৃত্ব মানবে না চীন। যদি কেউ চীনের এই অধিকার খর্ব করতে চায় তা হলে চীনের সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করবে। যদি তাইওয়ানকে কেউ চীন থেকে আলাদা করতে চায় তাহলে চীনের সৈন্যরা তা প্রতিহত করবে। দক্ষিন চীন সাগরের দ্বীপগুলি চায়নার হেফাজতে আছে দীর্ঘদিন ধরে। চায়না তার কর্তৃত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। উল্লেখ্য চীন ও যুক্তরাষ্ট্রের মধ্য বানিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। চীন স্বায়ত্ব শাসিত তাইওয়ানকে বরবরই নিজেদের বলে দাবি করে আসছে। কিন্তু তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে রাজনীতি করছে।