৪০০০ কোটি টাকা ব্যয়ে টাইটানিক-২ জাহাজ তৈরী করছে চীনে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
টাইটানিক জাহাজের আদলে টাইটানিক-২ নামের জাহাজ বানানোর কাজ এগিয়ে চলেছে চায়নাতে। অস্ট্রেলিয়ার শিপিং কোম্পানী ব্লু স্টার লাইন এটি তৈরী করছে। ২০২২সালের মধ্য এই জাহাজ চলাচল শুরু করবে। টাইটানিক জাহাজের মত করেই এটি তৈরী করা হচ্ছে। টাইটানিক-২ জাহাজটি ২৪০০ জন যাত্রী ও ৯০০ জন ক্রু বহনে সক্ষম। আর অরিজিনাল টাইটানিকের যাত্রী বহন ক্ষমতাও ছিল এই একই রকম।
অরিজিনাল টাইটানিক জাহাজ যে পথে চলতো ঠিক একই পথে চলাচল করবে টাইটানিক-২ জাহাজটি। জাহাজটি প্রথমে দুবাই থেকে ইংল্যান্ডের সাউথহ্যামটন হয়ে নিউইয়র্ক যাবে ১৫ দিনের মধ্য। তারপর এটি নিয়মিত চলাচল করবে সাউথহ্যামটন-নিউইয়র্ক রোটে। অরিজিনাল টাইটানিকের মতই ৩ ধরনের আসন থাকবে এতে-প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনী। এই জাহাজটি তৈরীতে মোট খরচ হচ্ছে ৪০০০ কোটি টাকা।