বুকে ব্যথা অনুভব করায় খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বুধবার হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছে। দুপুর আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ তলার কেবিন ব্লকের নিচ তলায় খালেদা জিয়ার সিটিস্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সিটিস্ক্যানের রেজাল্ট দেখে তার পরবর্তী ব্যবস্থা পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন।

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন জানান, আমাদের এখানে প্রতিদিন ডাক্তারা টাইম টু টাইম তাকে দেখতে আসেন। আমরা আশা করছি তিনি অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠবেন।