রাজধানীর আব্দুল্লাপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস রাস্তা থেকে ২০ ফুট নীচে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কে একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ২০ ফুট নীচে পড়ে যায়। এতে সুভাগ্যক্রমে বাসটি দুমড়ে মুচড়ে গেলেও কেউ নিহত হয়নি। নারায়নগঞ্জের গাউছিয়া হতে বাসটি দশ জন যাত্রী নিয়ে পাবনা যাচ্ছিল। যাত্রীরা সবাই কাপড় ব্যবসায়ী। বাসের যাত্রীরা গাউছিয়া থেকে কাপড় কিনে বাসে করে পাবনা যাচ্ছিল।
বাসটি আব্দুল্লাহপুর আশুলিয়া সড়কের উত্তরা স্লুইচ গেটের কাছে আরেকটি বাসকে ওভারটেক করতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ২০ ফুট নীচে পড়ে যায়। এ সময় যাত্রীরা আহত হলেও কেউ নিহত হয়নি। ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।