রাজধানীতে সকাল ৭টায় বিএনপির কালো পতাকা মিছিল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীবাসী ঘুম থেকে জেগে উঠার আগেই বিএনপির কালো পতাকা মিছিল হয়েছে। আজ সকাল ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ন-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শ্যামলীতে এই কালো পতাকা মিছিল হয়। বিএনপির ভাষায় তারেক রহমানকে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় অন্যায়ভাবে সাজা দেওয়ার বিরুদ্ধে সারাদেশ ব্যপী এই কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়।
আমাদের দেশে রাজনীতিতে অনেক গুনগত পরিবর্তন এসেছে। আগে এই দেশে মিছিল মিটিং হতো সাধারত বিকাল বেলা। আর এখন তা পরিবর্তন হয়ে কখনো সূর্যদয়ের সময়, আবার কখনো সকাল ৭টায় অনুষ্ঠিত হয়। এতে বুঝা যায়, নেতারা বেশ ভোরেই নিদ্রা ত্যগ করেন। দেশ ও রাজনীতির জন্য এটি একটি শুভ লক্ষন। তবে এই ধরনের মিছিল এখন পর্যন্ত কেবল রিজভীর নেতৃত্বেই হয়েছে এবং শুধু মাত্র রাজধানীতে। তবে আশা করা যাচ্ছে এই ধরনের ভোরের কিংবা সকাল বেলার মিছিল অচিরেই সারা দেশে দেখা যাবে।