মাসুদা ভাট্টির মামলায় মইনুলের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা, হাইকোর্ট থেকে আগাম জামিন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মাসুদা ভাট্টি আদালতে মামলা করেছেন। অপরদিকে জামালপুরেও মইনুল হোসেন কর্তৃক মাসুদা ভাট্টির মানহানির অভিযোগে আদালতে আরেকটি মামলা হয়েছে। উভয় মামলায়ই সংশ্লিষ্ট বিচারক মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে। অপরদিকে গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়ার পর মইনুল হোসেন হাইকোর্ট থেকে ৫ মাসের আগাম জামিন নিয়েছেন।

আজ রোববার মাসুদা ভাট্টি ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে উপস্থিত হয়ে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেন। হাকিমের কাছে জবানবন্দিতে মাসুদা ভাট্টি পুরো ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “ওই ঘটনার পর থেকে ফেইসবুক, টেলিফোনে মঈনুল হোসেনের পক্ষ হয়ে নোংরা ভাষায় কথা বলা হচ্ছে। তাকে ক্ষমা চাইতে বললে তিনি চাইলেন না। উল্টো ফেইসবুকে মেসেঞ্জারে তার পক্ষ হয়ে হুমকি দেওয়া হচ্ছে।”

গত ১৬ অক্টোবর রাতে একাত্তর টিভিতে এক আলোচনা অনুষ্ঠানে জামায়াতের সঙ্গে মইনুলের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন আমাদের অর্থনীতির জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি। জবাবে মইনুল হোসেন ক্ষিপ্ত হয়ে মাসুদা ভাট্টিকে বলেন, আমি আপনাকে চরিত্রহীনা মনে করতে চাই।

তারপরদিন মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে ফোন করে দুঃখ প্রকাশ করেছিলেন। আবার নিউন্যাশন পত্রিকার প্যাডে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতিও পত্রিকা অফিসে পাঠিয়ে ছিলেন। কিন্তু এই বিবৃতিতেও তিনি বিভ্রান্তিকর তথ্য যোগ করেছেন। ফলে তার বিরুদ্ধে ফুসে উঠে নারী সমাজসহ নারী/পুরুষ সকল সাংবাদিকরা। সর্বত্র সমালোচনার ঝড় উঠে। সাংবাদিকসহ সকল শ্রেনীর মানুষের পক্ষ থেকে মইনুল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি উঠে। কিন্তু তিনি প্রকাশ্য ক্ষমা না চেয়ে বরং তার লোকজন দিয়ে ফেইসবুকে মাসুদা ভাট্টিকে নানা রকম কুরুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকেন। ফেইসবুকে মইনুলের পক্ষ হয়ে কেউ কেউ আবার মাসুদা ভাট্টিকে নানা ধরনের হুমকিও দিতে থাকে।

আর এরই পরিপেক্ষিতে মাসুদা ভাট্টি ঢাকার মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামানের নুরের আদালতে মামলা করেন। আদালত অভিযো আমলে নিয়ে মইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে তিনি হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত মইনুল হোসেনকে ৫ মাসের আগাম জামিন প্রদান করে। তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ জামিনের বিরোধিতা করেন। রাফি আহমেদ জানিয়েছেন, এই জামিনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে তিনি আপিল করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *