নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে চার যুবকের লাশ উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নারায়নগঞ্জের আড়াইহাজার থেকে ৪ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় রাস্তার পাশে এই লাশ চারটি পাওয়া যায়। এদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদের মুখমন্ডলে এমনভাবে আঘাতের চিহ্ন রয়েছে যে তাদের তাদেরকে চিনা যাচ্ছে না। এদের দেহও ক্ষতবিক্ষত করা হয়েছে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মাধ্যমে।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশগুলি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি পিস্টল ও গুলি উদ্ধার করেছে। স্থানীয়রা এই লাশগুলি চিনতে পারছেন না। তবে ধারনা করা হচ্ছে দূরে কোথাও খুন করে লাশগুলি এখানে ফেলে রেখে গেছে।