দুপুর আড়াইটায় বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের ওয়ানডের প্রথমটি আর অল্প কিছুক্ষনের মধ্যই শুরু হতে যাচ্ছে। খেলাটা শুরু হবে দুপুর আড়াইটায় মিরপুর স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের অপর দুটি ম্যাচ হবে যথাক্রমে ২৪ ও ২৬শে অক্টোবর চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে।

জিম্বাবুয়ে দল গত মঙ্গলবার ঢাকায় এসে পৌছেছে। এই সফরে তারা স্বাগতিক বাংলাদেশের সাথে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবেন। ইতিমধ্যই তারা স্বাগতিক বাংলাদেশের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছে। ইনজুরীর কারনে তামিম ইকবাল ও সাকিব আল হাসান খেলতে পারবেন না। তাই এই দুজনের অনুপস্থিতে জিম্বাবুয়ে দল বেশ ফুরফুরে মেজাজেই আছে। বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পরিবর্তে নতুন মুখ দেখা যাবে। রুবেল হোসেনের খেলাও নিশ্চিত না। ২ দিন আগে মাত্র জ্বর থেকে সেরে উঠেছেন তিনি। এখনো খেলার জন্য পুরাপুরি ফিট না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *