তিব্বতে পাহাড় ধ্বসে ব্রহ্মপুত্র নদীর প্রবাহ বন্ধ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
চীনে পাহাড় ধ্বসে ব্রহ্মপুত্র নদীর গতি প্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে ব্রহ্মপুত্র তীরে বসবাসকারী মানুষ ঝুকি নিয়ে বসবাস করছেন এই নদীর তীরে। ইতি মধ্য নদী তীরবর্তী এলাকা থেকে অনেক বাসিন্দাকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ভারতের অরুনাচল প্রদেশের এই নদী তীরবর্তী মানুষও বেশ ঝুকিতে আছেন।
ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি তিব্বতের মানষ সরোবর থেকে। তিব্বতে এই নদীর নাম ইয়ারলুং সাংপো। এই নদী ভারতের অরুনাচল প্রদেশে এসে নাম ধারন করেছে সিয়াং। আর এই নদী বাংলাদেশে প্রবেশ করে নাম ধারন করে ব্রহ্মপুত্র। তিব্বতে একটি পাহাড়ের বিশাল অংশ ধ্বসে এই নদীর ওপর পড়ে তার গতিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। সেখানে তৈরী হয়েছে বিশাল আকারের হ্রদের। গতি প্রবাহ বন্ধ থাকায় এই নদীর সামনের অংশে ১৩০ উচু পর্যন্ত পানি উঠেছে। অপরদিকে পরের অংশে অর্থাৎ ভারতের দিকে প্রবাহিত পানির উচ্চতা প্রায় ৭ ফুট কমে গেছে।
চীন ইতিমধ্য নদীর এই অবস্থার ক্ষতিকারক দিকগুলি তুলে ধরে ভারতকে চিঠি দিয়েছে। ফলে ভারতের অরুনাচল প্রদেশের প্রশাসন নড়েচড়ে বসেছে। যে কোন সময় নদীর ওপর পাহাড় ধ্বসে মাটি ভরাট হওয়া অংশের মাটি সরে গেলে এই নদীর দুই তীরে তিব্বত ও অরুনাচল অংশে সৃষ্ট হতে পারে অকাল বন্যা। পানির তোরে ভেসে যেতে পারে নদীর তীরের অনেক স্থাপনা। তাই নদী তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সতর্ক অবস্থায় রয়েছে তিব্বত ও অরুনাচলের প্রশাসন।