ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড় ৫০ জন নিহত

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ভারতের অমৃতসরে হিন্দু ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করার সময়  ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫০ জন নিহত। এ ছাড়াও বহু মানুষ গুরুতর আহত হয়েছে। এই সময় হতাহতরা ট্রেন লাইন ও পাশে দাঁড়িয়ে দুসেরা অনুষ্ঠানের মনোরম আতসবাজির ডিসপ্লে ও উচ্চ শব্দের গান শুনছিলেন।

আজ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। উচ্চ শব্দ ও আতশবাজির আলোর কারনে রেল লাইনের ওপরে জমায়েত হওয়া মানুষ ট্রেনের শব্দ শুনতে না পারার দ্রুত গতির ট্রেনের নীচে কাটা পড়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসাসহ সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *