কুটনীতিকদের ব্রিফ করেছেন ঐক্য ফ্রন্ট নেতা কামাল হোসেন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের কুটনীতিকদের সাথে মত বিনিময় করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। ঐক্য ফ্রন্টের পক্ষে ডাঃ কামাল হোসেন কুটনীতিকদের ব্রিফিং করেন। তিনি ঐক্য প্রক্রিয়ার ৭ দফা ও ১১ দফা নিয়ে কথা বলেছেন। বৈঠকে উপস্থিত থাকা বিএনপির মহাসচিব বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আমরা আজ শুধু কুটনৈতিকদের সাথে মতবিনিময় করেছি। এর বেশী কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বৈঠক শেষে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও জাসদ (রব) প্রধান আ স ম আব্দুর রব জানান, আমরা কুটনীতিকদের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছি, বৈঠক ফলপ্রসূ হয়েছে। শুলশানের লেক সোর হোটেলের এই বৈঠকে বিএনপির শীর্ষ স্থানীয় প্রায় সকল নেতাই উপস্থিত ছিলেন। এ ছাড়া নাগরিক ঐক্যের মান্না, গন ফোরামের মন্টু, ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভিয়েতনাম, পাকিস্তান, সুইজারল্যান্ড, নরওয়ে, কাতার, মরক্কোসহ ৩০টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।