মার্কিন বিমান হামলায় জঙ্গি গোষ্টী আল-সাবাবের ৬০ জঙ্গি নিহত
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সোমালিয়ায় জঙ্গি গোষ্টী আল সাবাবের ৬০ জন জঙ্গি নিহত হয়েছে মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোমালিয়ার মধ্যাঞ্চলের হারারদেরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এই নিহতের ঘটনা ঘটে। তবে নিখুত এ হামলায় সাধারন মানুষ হতাহত হয় নাই বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে আল সাবাবের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয় নাই।
সোমালীয় সরকারী বাহিনীর সাথে যৌথভাবে এই হামলা চালানো হয়। এর আগে ২০১৭ সালে আল সাবাবের বিরুদ্ধে একটি বড় হামলা চালিয়েছিল যৌথ বাহিনী। তখন ওই হামলায় ১০০ আল সাবাব জঙ্গি প্রান হারিয়েছিল। এর পর গতকালের হামলাটি ছিল আরেকটি বড় ধরনের হামলা।