ভারতের এলাহাবাদের মুসলিম নাম পরিবর্তন করে প্রেয়াগরাজ রাখা হয়েছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের মুসলিম নাম পরিবর্তন করে প্রেয়াগরাজ রাখা হয়েছে। এলাহাবাদ উত্তর প্রদেশের উওরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর। ১৬শ শতাব্দীতে দিল্লীর মুগল সম্রাটরা এই শহরের নাম রেখেছিলেন এলাহাবাদ। প্রায় দশ লক্ষ লোকের বাস এই শহরে। আর এই শহরেই জন্ম হয়েছিল ভারতের পন্ডিত জহুরলাল নেহেরুর। ১৯শ সালের ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক বৈঠক ও সগ্রামের স্মৃতি বহন করে চলেছে এই শহর।
উত্তর প্রদেশের মন্ত্রী পরিষদের এক বৈঠকে এলাহাবাদ নাম পরিবর্তন করে প্রেয়াগরাজ রাখার সিদ্ধান্ত হয়। উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী ওগি আদিত্যনাথ এই শহরের নাম পরিবর্তন করে প্রেয়াগরাজ রাখার প্রস্তাব করেছিলেন। আসছে জানুয়ারীতে এই শহরে একটি বড় ধরনের মেলা হবে। ২০১৩ সালেই একই ধরনের মেলায় প্রায় ১ কোটি মানুষ অংশ গ্রহন করেছিল। কংগ্রেস নামের এই পরিবর্তনকে সমর্থন করেনি। তারা বলেছে এই নাম পরিবর্তনের মধ্য দিয়ে এই শহরের আন্দোলন সংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হচ্ছে।
উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর আরো কয়েকটি মুসলিম স্থাপনার নাম পরিবর্তন করে হিন্দু নামে নাম করন করেছে। আরোও অনেকগুলি স্থাপনার মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নামে রাখার প্রক্রিয়া চলমান আছে। উত্তর প্রদেশে মোট ২ কোটি ২০ লক্ষ মানুষ আছে। তার মধ্য মুসলিমের সংখ্যা ৩৮ লক্ষ। তবে এলাহাবাদের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম প্রেয়াগরাজ রাখার বিষয়টিকে ভালভাবে নেয়নি। এ নিয়ে মুসলমানদের মধ্য অসন্তুশ বিরাজ করছে।