শেখেরচরের জঙ্গি আস্তানা থেকে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদীর শেখেরচরের জঙ্গি আস্তানা থেকে দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। অপারেশন ‘গর্ডিয়ান নট’ পরিচালনা করে দুই জঙ্গির লাশ উদ্ধার করেছে তারা। আজ বিকাল ৪টায় গুলাগুলির পর লাশ দুটি উদ্ধার করা হয়। এদের একজন পুরুষ ও অপরজন নারী। এদের নাম কিংবা বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
উল্লেখ্য গতরাত থেকে নরসিংদীর মাধবদী ও শেখেরচরের জঙ্গি আস্তানা দুটি ঘিরে রাখা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত মাধবদী জঙ্গি আস্তানায় অভিযানের প্রস্তুতি চলছে।