জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায় ২৯শে অক্টোবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
২৯শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার রায় দেওয়া হবে। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন। দুদকের আবেদনের পরিপেক্ষিতে তিনি রায়ের এই তারিখ ঘোষনা করেন।
সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত ৪ঠা সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর স্থান পরিবর্তন করে নাজিম উদ্দিন রোডের পুরাতন জেলখানার একটি স্যুটে স্থানান্তর করে। তারপর ৫ই সেপ্টেম্বর খালেদা জিয়াকে উক্ত আদালতে হাজির করা করা হয়। খালেদা জিয়ার আইনজীবীরা এদিন আদালতে অনুপস্থিত ছিলেন। খালেদা জিয়া আদালতকে সেদিন বলেন, যত দিন খুশি সাজা দেন, আমি বার বার আদালতে আসতে পারবো না। সেপ্টেম্বরের ১২ ও ১৩ তারিখ আবার এই মামলার শুনানী অনুষ্টিত হয়। অসুস্থ্যতার কারন দেখিয়ে উক্ত তারিখেও খালেদা জিয়া আদালতে অনুপস্থিত ছিলেন। তারপর রাষ্ট্র পক্ষ ও দুদকের পক্ষ থেকে আবেদন করা হয় খালেদা জিয়ার অনুপস্থিতেই মামলার শুনানী অব্যহত রাখার জন্য। আদালত এই বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনেন ও এই বিষয়ে আদেশের দিন ধার্য করেন। ধার্যকৃত দিনে মামলার বিচারক আদেশ দেন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এই মামলার বিচার কাজ চলবে।
খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে এর বিরুদ্ধে রিভিউ করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে খালেদা জিয়ার রিভিউ আবেদনটি খারিজ করে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেয়, খালেদা জিয়ার অনুপস্থিতে মামলা চলতে কোন বাধা নাই।