সেনা কর্মকর্তার জিডি, উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যর জন্য ফেঁসে যাচ্ছেন জাফরুল্লাহ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সেনাবাহিনী সম্পর্কে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যর জন্য ফেঁসে যাচ্ছেন গনস্বাস্থ্যের ডঃ জাফরুল্লাহ চৌধুরী। বিএনপি সমর্থিত বুদ্ধিজীবী জাফরুল্লাহ ৯ই অক্টোবরের সময় টিভির টকশোতে অপ্রাসঙ্গিকভাবে বর্তমান সেনা প্রধান ও সেনাবাহিনী সম্পর্কে অসত্য তথ্য প্রদান করে সেনা প্রধানের ও সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার অপপ্রয়াস চালিয়েছেন।
জনাব জাফরুল্লাহ বর্তমান সেনা প্রধানের বিরুদ্ধে চট্রগ্রাম সেনানিবাসে নাকি কোর্ট মার্শাল হয়েছিল-এমন অসত্য তথ্য প্রদান করেছেন ওই টক শোতে। জাফরুল্লাহর এই মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রতিবাদের পর জাফরুল্লাহ সংবাদ সম্মেলন ডেকে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে। সেনা প্রধান সম্পর্কে তিনি অসত্য তথ্য দিয়েছেন তিনি তা স্বীকার করেছেন। এর মাঝেও ছিল ছলচাতুরী।
এই পরীপেক্ষিতে সেনাবাহিনীর এক কর্মকর্তা জাফরুল্লাহর বিরুদ্ধে জিডি করেছে। এই জিডির তদন্ত ভার পড়েছে ঢাকা মহানগর ডিবি দক্ষিনের ওপর।