ভারতের আদালতে বিএনপি নেতা সালাউদ্দিনের অনুপ্রবেশের মামলার রায়ের তারিখ আবারো পিছিয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপি নেতা সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলায় আজ শিলংয়ের জেলা ও দায়রা আদালতে রায় ঘোষণার কথা ছিল। এই জন্য সকালেই তাকে আদালতে হাজির করা হয়। কিন্তু আদালত থেকে জানানো হয়, আগামী ৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে।

এর আগেও গত অগাস্ট মাসের ১৩ তারিখে এই মামলার রায় ঘোষনার কথা ছিল। পরে রায়ের তারিখ পিছিয়ে ২৮শে সেপ্টেম্বর করে আদালত। তারপর ওই তারিখ পরিবর্তন করে ১৫ই অক্টোবর করা হয়। ভারতের পুলিশ ২০১৫ সালের মে মাসে সিনলংয়ের একটি রাস্তা থেকে সালাউদ্দিনকে উদ্ধার করে। কিন্তু কিভাবে তিনি ঢাকা থেকে সিলংয়ে গেলেন তা তিনি বলতে পারেননি। পরে তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা হয়। তারপর তিনি জামিনে মুক্তি পেয়ে সিলংয়ের একটি বেসরকারী গেস্ট হাউজে আছেন। উল্লেখ্য ২০১৫ সালের বিএনপি-জামাত জোটের সরকার বিরোধী আন্দোলন চলাকালে সালাউদ্দিন গোপন স্থান থেকে সরকার বিরোধী আন্দোলনের নানান কর্মসূচী ঘোষনা করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *