এয়ার ইন্ডিয়ার বিমানের দরজা খুলার সময় পড়ে গিয়ে বিমান বালা আহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
এয়ার ইন্ডিয়ার একটি বিমান থেকে দরজা খুলার সময় নীচে পড়ে গিয়ে এক বিমান বালা গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে। এআই ৮৬৪ ফ্লাইটি মুম্বাই থেকে দিল্লী যাবার কথা ছিল। হর্ষা লোবো নামে ৫৩ বছরের ওই বিমান বালা বিমানের দরজা খুলতে গিয়ে আচমকা নিচে টারম্যাকের মাটিতে পড়ে যান।
ফলে ওই বিমান বালা গুরুতর আহত হন। বোয়িং ৭৭৭ মডেলের এই বিমানটির দরজা মাটি থেকে প্রায় ৩০ ফুট ওপরে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনায় দুঃখপ্রকাশ করে এক বিবৃতি্তে বলা হয়েছে, সিঁড়ি লাগানোর জন্য হর্ষা বিমানের এল–৫ দরজা খুলতে গিয়ে দরজা এবং সিঁড়ির মাঝে ফাঁক গলে মাটিতে পড়ে যান। হর্ষাকে সাথে সাথেই নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার কারনে বিমানটি ছেড়ে যেতে বিলম্ব হয়েছে। আর ঘটনাটি ঘতেছে আজ সকালে।