খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল মামলার বিচার কাজ চলতে বাধা নাই-হাইকোর্ট
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
খালেদা জিয়ার অনুপস্থিতেই জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার শুনানী চলবে। হাইকোর্টের একটি বেঞ্চ আজ এই আদেশ দিয়েছে। অসুস্থ্যতার কারন দেখিয়ে গত আট মাস যাবৎ বেগম খালেদা জিয়া নিন্ম আদালতে এই মামলায় শুনানীতে হাজিরা দেওয়া থেকে বিরত আছেন। ফলে যুক্তিতর্কের পর্যায়ে থাকা মামলাটির বিচার কাজ ব্যহত হচ্ছিল।
এক পর্যায়ে সরকার খালেদা জিয়ার সুবিধার্থে এই মামলার আদালতের স্থান পরিবর্তন করে নাজিম উদ্দিন রোডের পুরাতন জেলখানার একটি স্যুটে স্থানান্তর করে। গত ৫ই সেপ্টেম্বর খালেদা জিয়া এই আদালতে উপস্থিত হয়ে বিচারকের উদ্দেশ্যে বলেন, আমি বার বার আসতে পারবো না, যত খুশি সাঁজা দেন। এই দিন খালেদা জিয়ার আইনজীবিরাও আদালতে উপস্থিত হননি। এর পর, পর পর দুটি তারিখেও খালেদা জিয়া আদালতে অনুপস্থিত থাকেন। এমতাবস্থায় দুদকের কুশলীরা খালেদা জিয়ার অনুপস্থিতেই এই মামলার বিচার কাজ চালিয়ে যেতে আদালতকে অনুরোধ করেন। আদালত এই বিষয়ে এক আদেশে বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতেই এই মামলার বিচার কাজ চলবে।
তারপর খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে এর বিরুদ্ধে রিভিউ করেন। উভয় পক্ষের শুনানী শেষে আজ এই মামলার আদেশের জন্য ধার্য করেছিলেন হাইকোর্ট। আজ খালেদা জিয়ার অনুপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার শুনানী চলতে কোন বাধা নাই বলে আদেশ দিয়েছে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্ট খালেদা জিয়ার রিভিউ আবেদনটি সরাসরি খারিজ করে দেয়।