ইউনুসের প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ডঃ মোঃ ইউনুসের প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন প্রত্যাহার করে নেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামিলীগ সভানেত্রী শেখ হাসিনা। আর এর পর অনেকে মনে করেছিল পদ্মা সেতু আর হবে না। কিন্তু আমি ঘোষনা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। আজ পদ্মা সেতুর ৬০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে।

তিনি আজ পদ্মা সেতুর কাজের অগ্রগতি ও পদ্মা সেতুর কিছু প্রকল্পের উদ্ভোধন করতে মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজায় আয়োজিত এক সমাবেশে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে দেশী বিদেশী মানুষ ষড়যন্ত্র করেছে। আর এই ষড়যন্ত্রের পিছনে কাজ করেছে আমাদের দেশের কিছু মানুষ। শেষে প্রমান হয়েছে পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয় নাই। কথিত দুর্নীতির অভিযোগের কারনে পদ্মা সেতুর কাজ বিলম্বিত হয়েছে। পদ্মা সেতু এলাকায় জমি দান করার জন্য তিনি সেখানকার মানুষদের ধন্যবাদ জানান।

আজ সকালে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে মাওয়া পৌছে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর নামফলক উন্মোচন করেন। তার পর তিনি ঢাকা-মাওয়া ৮ লেন বিশিষ্ট সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পদ্মা সেতুতে রেলপথ সংযোজনের কাজ ও সংলগ্ন নদী শাসনও পর্যবেক্ষন করেন। উল্লেখ্য পদ্মা সেতুতে এপর্যন্ত ৬টি স্প্যান বসানো হয়েছে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ ১৫০ মিটার। এর ফলে এখন পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *