২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষনার পর বগুড়ায় বাসে পেট্রল বোমা হামলা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা মামলার রায় ঘোষনার পর বগুড়ায় বাসে পেট্রোল বোমা হামলা করা হয়েছে। এই বোমা হামলায় বাস আরোহী দুইজন মহিলা আহত হয়েছে। এই সময় বেশ কয়েকটি বাস ভাংচুর করা হয়। হামলার পর দৌড়ে পালানোর সময় পুলিশ একজনকে আটক করেছে।
আজ দুপুর পৌনে ১টার সময় বগুড়ার সাহজাহানপুর উপজেলায় সাজাপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে এই হামলা চালানো হয়। আহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)। এই ঘটনায় আটক ব্যক্তি জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ।
বাস যাত্রী ও স্থানীয়সূত্র থেকে জানা যায়, উল্লেখিত স্থানে বাসটি পৌছলে ৮/১০ যুবক লাঠি নিয়ে নাবিল পরিবহনের এই বাসটিতে হামলা চালায়। এই সময় চালক গাড়ি থামিয়ে দেয়। যুবকরা প্রথমে গাড়ির গ্লাস ভাংচুর করে। পরে তারা বাসটিতে পেট্রল বোমা নিক্ষেপ করলে বাসের সামনের সিটে আগুন ধরে যায়। এই সময় বাসযাত্রী দুই মহিলা আহত হয়। বাসটির ড্রাইভার জানিয়েছেন, তার বাসটি ভাংচুরের আগে স্থানীয় একটি বাস ও ট্রাকে হামলা চালিয়ে ভাংচুর করেছে ওই যুবকেরা।