ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে সাগর উত্তাল, সমূদ্রবন্দরসমূহকে ৪ নম্বর হুশিয়ারী
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল আকার ধারন করেছে। এর প্রভাবে সারা দেশে কম বেশী বৃষ্টিপাত শুরু হয়েছে। রাজধানীতে সকাল ১১টার পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে বঙ্গোপসাগর সৃষ্ট নিন্মচাপটি ঘূর্ণিঝড় তিতলিতে রুপান্তর হয়। এটি সকাল ৬টায় চট্রগ্রাম বন্দর থেকে ৯৪৫ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দর থেকে ৮১৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই জন্য দেশের ৪ সমূদ্র বন্দরকে ৪ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রযানগুলিকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
ভারতীয় আবহাওয়া দপ্তরের খবরে বলা হয় , ঘূর্ণিঝড় তিতলি আরও শক্তি সঞ্চয় করে বুধবার মধ্যরাতের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। বৃহস্পতিবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি গোপালপুর ও কলিঙ্গপত্তমের মাঝামাঝি এলাকা দিয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। আর সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।
স্থলভাগে আঘাত আনার পর ঘূর্ণিঝড় তিতলি দুর্বল হয়ে পশ্চিমবঙ্গেরদিকে অগ্রসর হবে। সেই হিসাবে এটি আগামীকাল দুপুরেরদিকে বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সুন্দরবন ও সাতক্ষীরার ওপর দিয়ে বয়ে যেতে পারে। তবে এই সময়ে ঝড়টি বেশ দুর্বল থাকবে। এই ঝড়ের ফলে সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে। এর পরই শুরু হবে শীত মৌশমের শুরু। আবহাওয়া অফিস সূত্রে এই সমস্ত তথ্য জানা গেছে।