রাত পোহালেই ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায়

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আগামীকাল বুধবার, ২১শে আগস্ট গ্রেনেড হামলায় হত্যা মামলার রায়। ২০০৪ সালের ২১শে আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের এক জনসভায় বর্বর গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামীলীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ওই জনসভায় সেদিন আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা ভাষন দিচ্ছিলেন। এমন সময় ইতিহাসের নিশংসতম এই গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়েছিল।

এই হামলায় সেদিন নিহত হয়েছিলেন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী বেগম আইভি রহমান। আর সেদিন এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন শেখ হাসিনা। আহত হয়ে তিনি শ্রবনশক্তি হারিয়েছিলেন। ঢাকার সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফও সেদিন এই হামলায় গুরুতর আহত হয়েছিলেন। এছাড়াও আওয়ামীলীগের অসংখ্য নেতাকর্মী সেদিন এই হামলায় আহত হয়েছিলেন। তারা আজও গ্রেনেডের স্প্লিন্টার শরীলে নিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ওই সময়ের বিএনপি-জামাত জোট সরকারের প্রভাবশালী ব্যক্তিরা এই হামলার সাথে জড়িত ছিল। এই গ্রেনেড হামলায় ভবঘুরে জজ মিয়াকে নিয়ে নাটক সাজিয়েছিল বিএনপি-জামাত জোট সরকার। পরবর্তী সময়ে বিএনপি সরকারের পতন হলে তৎকালীন সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকার মামলাটির পুনঃতদন্ত করলে বেড়িয়ে আসে আসল হামলাকারী ও মূল পরিকল্পনাকারীদের নাম। তদন্তে বেড়িয়ে আসে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্‌ফুজ্জামান বাবর ও তারেক জিয়াসহ অনেক বিএনপি-জামাত নেতার নাম। আর সেই বহুল আলোচিত ২১শে আগস্ট হত্যা মামলার রায় হবে আগামীকাল বুধবার। এই রায়কে কেন্দ্র করে নাশকতা হতে পারে। তাই সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে।  সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *