ইউক্রেনের এক অস্ত্র ভান্ডারে ভয়াবহ আগুনে ৮৮ হাজার টন গোলাবারুদ ধ্বংস

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ইউক্রেনের একটি বৃহৎ অস্ত্র ভান্ডারে ভয়াবহ আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ভান্ডারে থাকা ৮৮ হাজার টন গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে। অস্ত্র ভান্ডারটি রাজধানী কিয়েভ থেকে ১৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। অস্ত্র ভান্ডারের আশেপাশের এলাকা থেকে ইতিমধ্য ১২ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই বাসিন্দারা অস্ত্র ভাণ্ডারের কাছাকাছি ৩৮টি গ্রামে বসবাস করেন।
স্থানীয় সময় গতরাত ৩টায় এই ভান্ডারটিতে এই দুর্ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। কর্মকর্তাদের কোন রকম গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যই দুর্ঘটনার কারন নির্ণয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রেসিডেন্ট পেত্রো প্রশেংকো প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বাসিন্দাদের সকল ধরনের সাহায্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সূত্রঃইন্টারফ্যাক্স ইউক্রেন নিউজ এজেন্সি।