গাড়িটার দাম ৬০ কোটি টাকা মাত্র! কিন্তু কেন?

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ফরাসি গাড়ি নির্মাতা বুগাত্তির নতুন গাড়ি বুগাত্তি ডিভো ঘিরে উৎসাহ এখন তুঙ্গে। আসুন জেনে নেই এর ফিচারসমূহ।

* জ ড্রপিং বুগাত্তি গাড়িটিতে রয়েছে দেড় হাজার হর্স পাওয়ারের ইঞ্জিন। এই মডেলের গাড়িতে ঘণ্টায় প্রায় ৪২০ কিমি পর্যন্ত গতি তোলা সম্ভব হবে। এই গাড়ির গতি শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় তুলতে সময় লাগবে মাত্র ২.৪ সেকেন্ড।

* বুগাত্তি ডিভোর পিছনে রয়েছে এক দশমিক আট মিটার হাইড্রোলিক উইং। ৪৫৬ কিলোগ্রাম ডাউনফোর্স তৈরি করে ডিভো যা চিরোনের থেকেও ৮৯ কিলোগ্রাম বেশি। বেশি ডাউনফোর্স মানেই ল্যাটারাল গ্রিপও একটু বেশি।  ১.৬ জিএস অব ল্যাটারাল গ্রিপ রয়েছে গাড়িটির।

* গাড়িটিতে কার্বন ফাইবার ব্যবহার করার কারণে বুগাত্তির এই মডেলের গাড়ির ওজন কিছুটা কমেছে। ১৯৪১ কিলোগ্রামের মতো ওজন গাড়িটির।

* ফ্রেঞ্চ রেসিং ড্রাইভার অ্যালবার্তো ডিভোর নামানুসারে এই গাড়িটির নামকরণ করা হয়েছে ডিভো।

* সারা বিশ্বের জন্য মাত্র ৪০টি গাড়ি তৈরি করা হয়েছে এই মডেলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *