ইয়াবা সেবন, বিপনন ও বহনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আইন আসছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

কোনভাবেই ঠেকানো যাচ্ছে না ইয়াবা ব্যবসা। বর্তমান সময়ে দেশে সবচেয়ে লাভজনক ব্যবসা এটি। অতি অল্প সময়েই বড়লোক হওয়া যায় এই মাদকের ব্যবসা করে। এর বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েও দমন করা যাচ্ছে না এর গতি। ইতি মধ্য অসংখ্য মাদক ব্যবসায়ীকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, অনেককে আটক করে বিচারের আওতায় আনা হয়েছে। তবুও এর লাগাম টানা যাচ্ছে না। একটি সংস্থার জরিপে দেখা গেছে প্রতিদিন ৪৬০ কোটি টাকার ইয়াবা সেবন হয় বাংলাদেশে। এর পুরোটাই অপচয়। এই পরিমান টাকা দিয়ে দেশে প্রতিদিনই বেশ কয়েকটি বড় ধরনের ইন্ড্রাটি করা যেতো। এতে বাংলাদেশের অর্থনীতিতে আমুল পরিবর্তন আসতো।

সরকার মাদক সেবন ও এই ব্যবসার মূলউটপাটনে শীঘ্রই আইন করতে যাচ্ছে। যাতে ইয়াবা, হিরোইন সেবন, উৎপাদন, বিপনন ও বহন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ অনুমোদন পায়। এই আইনে ইয়াবা, শিসাবার ও ডোপ টেস্টের মত বিষয়গুলো আইনে নতুন করে যুক্ত করা হয়েছে। মন্ত্রীপরিষদ সচিব সফিউল আলম সাংবাদিকদের এই সব তথ্য জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *