সৌদি কনস্যুলেট অফিসের ভিতরে খাশুগীকে হত্যা করা হয়েছে-তুরস্ক পুলিশ

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
তুরস্ক মনে করে সৌদি কনস্যুলেট অফিসে সৌদির প্রখ্যাত সাংবাদিক জামাল খাশুগীকে হত্যা করা হয়েছে। ৪ দিন পূর্বে জামাল খাশুগী তুরস্কে নিখোঁজ হন। তুরস্কের পক্ষ থেকে ধারনা করা হচ্ছে জামাল খাশুগী ৪ দিন আগে তুরস্কস্থ সৌদি কনস্যুলেট অফিসে গিয়েছিলেন। আর এই কনস্যুলেট অফিসের ভিতরেই খাশুগীকে হত্যা করা হয়।
তুরস্ক পুলিশ মনে করছে খাশুগীকে সৌদি কনস্যুলেটের ভিতরে হত্যা করে তার লাশ অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। শনিবার তুরস্ক পুলিশ রয়টার্সকে এমন তথ্যই দিয়েছেন। তবে দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, খাশুগীকে কনস্যুলেট অফিসের ভিতরে হত্যা করা হয়েছে এমন অভিযোগের কোন ভিত্তি নাই। যেদিন খাশুগী নিখোঁজ হন সেদিনই ১৫ সদস্যের সৌদি ডেলিগেশন টিম তুরস্কে এসেছিল। এই সদস্যরা মঙ্গলবারই দুটি ফ্লাইটে করে ইস্তাম্বুল ত্যগ করেছিল। খাশুগী সৌদি প্রিন্স সালমানের সমালোচক ছিলেন। সৌদির বর্তমান শাসন ব্যবস্থা নিয়েও তিনি বেশ সোচ্চার ছিলেন। গত এক বছর যাবৎ তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিলেন।