এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে সংখ্যার দিক থেকে বাংলাদেশ পঞ্চম
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ওয়ার্ল্ড স্টেটের ইন্টারনেট জরিপে ইন্টারনেট ব্যবহারকারীর দিক থেকে এশিয়ায় ৫ম স্থানে আছে বাংলাদেশ। জরিপ অনুযায়ী ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। আর ২০০০ সালে এই সংখ্যা ছিল মাত্র এক লক্ষ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার ৪৮.৪ শতাংশ।
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে প্রথম স্থানে রয়েছে চীন। দেশটিতে ৭৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে যার শতকরা হার ৫৫.৮। এর পরেই রয়েছে ভারত। ভারতে ৫০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ভারতের পরে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও জাপান।