সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ মিয়ানমারের দাবি, রাষ্ট্রদূতকে তলব
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমার সেন্টমার্টিন দ্বীপের কিছু অংশ নিজেদের বলে দাবি করছে। আর এই পরিপেক্ষিতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমারের রাষ্ট্রদূত বলেছেন ভুলক্রমে তার দেশ সেন্টমার্টিন দ্বীপকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে। বাংলাদেশ মিয়ানমারের রাষ্ট্রদূতকে একটি কুটনৈতিক পত্র প্রদান করেছে।
ইতিহাস অনুযায়ী এই দ্বীপ কখনো মিয়ানমারের অধীনে ছিল না। ১৯৩৭ সালে এই দ্বীপ ব্রিটিশ ভারতের ছিল, ১৯৪৭ সালে এটি পাকিস্তানের ছিল। দেশ স্বাধীন হবার পর এটি বাংলাদেশের। ২০১৭ সালের মার্চে যখন মিয়ামানের বিপক্ষে সামুদ্রিক সীমানা নিয়ে আন্তর্জাতিক আদালতে রায় হয় সেখানে স্পষ্ট ভাবে বলা হয় সেন্টমার্টিন পুরোপুরি বাংলাদেশ ভূখণ্ডের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ারস ইউনিটের প্রধান রিয়ার অ্যাডমিরাল(অবসারপ্রাপ্ত) মো. খুরশেদ আলমের দপ্তরে মিয়ানমারের রাস্ট্রদূতকে তলব করা হয়। প্রায় এক ঘন্টা কথা হয় রাষ্ট্রদূতের সাথে। খুরশেদ আলম মিয়ানমারের রাষ্ট্রদূতকে সেন্টমার্টিন দ্বীপের বাংলাদেশের মালিকানা সংক্রান্ত কাগজপত্র প্রদান করেন।