খালেদা জিয়া কারাগার থেকে বিএসএমএমইউ এর পথে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে পিজি হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বিকাল ৩টায় কারাকর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হয়। এর আগেই কারাসূত্র জানিয়েছিল, খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া হবে চিকিৎসার জন্য।
এই খবর বিএনপি নেতারা আগেই পেয়েছিল। তাই বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে দেখতে দুপুরের পর থেকে শাহবাগেরদিকে যাচ্ছিল। অপরদিকে বৃষ্টির কারনে নেতাকর্মীদের এই যাত্রা ব্যহত হয়। আজ দুপুর ৩টা থেকে ঢাকায় মাঝারী ধরনের বৃষ্টিপাত শুরু হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হচ্ছিল।