চাকরীতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কোটা মন্ত্রী পরিষদে বাতিল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সরকারী চাকরীতে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কোটা বাতিলের প্রস্তাব মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। আজ মন্ত্রী সভার এক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তবে অন্যান্য শ্রেনীর ক্ষেত্রে কোটা পদ্ধতি যথারীতি বহাল থাকবে। আজ সচিবালয়ে মন্ত্রী পরিষদের এক বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
কোটা আন্দোলনের পরিপেক্ষিতে মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে কোটা নিয়ে পর্যালোচনার জন্য সচিব কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশক্রমে মন্ত্রী পরিষদ আজ এই কোটা বাতিল প্রস্তাবে অনুমোদন দেয়। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর চাকরীতে আর কোটা পদ্ধতি থাকছে না।