নরসিংদীর কুন্দালপাড়ায় বাস চাপায় মা-ছেলে নিহত
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নরসিংদী জেলার শিবপুর থানার কুন্দাল পাড়ায় বাস চাপায় মা-ছেলে নিহত হয়েছে। আজ সকাল ১১টায় কুন্দাল পাড়া বাস স্টপেজে এই দুর্ঘটনা ঘটেছে। মা নাসিমা ও ছেলে ইফাত রাস্তা পাড় হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি বাস এদেরকে চাপা দিলে ইফাত ঘটনাস্থলেই নিহত হয়। আহত নাসিমা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শিবপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের লোকমান হোসেনের স্ত্রী নাসিমা বেগম (৩০) ও তার ছেলে ইফাত (৭)। উল্লেখ্য কুন্দাল পাড়া বাসস্ট্যান্ড এলাকাটি খুবই দুর্ঘটনা প্রবন এলাকা। এখানে কয়েকদিন পরপরই সড়ক দুর্ঘটনায় প্রানহানি ঘটে।