ধানের শীষ বনাম ধানের ছড়া বিতর্ক

মতামত ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ধান ক্ষেত ও ধানের শীষ নিয়ে কবি সাহিত্যিকরা অনেক কবিতা ও গল্প লিখেছেন। তারা নানাভাবে কবিতা আর ছন্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ধানের শীষের সৌন্দর্য ও পরশতাকে। কিন্তু উধুনা ধানের শীষ তার আপন নাম ও বৈশিষ্টকে হারাতে বসেছে ধানের ছড়ার প্রভাবে। আসুন একটু বিস্তারিত ব্যখ্যা করি বিষয়টিকে।

ধানের শীষ

পচাত্তোরের পট পরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। ক্ষমতায় থেকে তিনি বিএনপি নামক রাজনৈতিক দলটি গঠন করেন। আর দলের নির্বাচনী প্রতীক হিসাবে বেছে নেন ধানের ছড়াকে। কিন্তু ধানের ছড়াকে তিনি সচেতনভাবে হউক আর অসচেতনভাবেই হউক ধানের শীষ নাম দিয়ে দিলেন। আর সেই থেকে ধানের ছড়া হয়ে গেল ধানের শীষ। আর ধানের শীষ হাইজ্যাক হয়ে গেল।

ধানের ছড়া

ধানের মুকুল থেকে যখন সবে সবুজ ধান বেড় হয় তখন তাকে ধানের শীষ বলে। এই অবস্থায় ধানে কান্ডের মাথায় মুকুল থেকে পাতা পরিবেষ্ঠিত ধানের শীষটি সবেমাত্র বেড় হয়। অপরদিকে ধানের শীষ যখন কিছুদিনের মাথায় পুষ্ট ধানের আকার ধারন করে ও পাকে তখন তাকে ধানের ছড়া বলে। ধানের ছড়াকে ধানের ছড়া বলাই উচিত। বিএনপি তার নির্বাচনী প্রতীকে ধানের ছড়া দিয়ে এটিকে ধানের শীষ বলছে। এই বিভ্রান্তির অবসান হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *