ইন্দোনেশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকপে ৩০ জন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ইন্দোনেশিয়ায় আবারো ৭.৫ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে ৩০ জন নিহত হয়েছে। এছাড়াও আরো অসংখ্য মানুষ আহত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় ভুমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে। কয়েক মিনিটের ব্যবধানে ৩টি পরাঘাত হয়। ভুমিকম্প যেন ইন্দোনেশিয়ার পিছু ছাড়ছে না।

ইন্দোনেশিয়ার দ্বীপ সুলাওয়েসে এই ভুমিকম্প আঘাত আনলে উপকুলীয় এই শহরটিতে শুনামী শুরু হয়। ৫ ফুট উচ্চতার ঢেউয়ে বিপর্যস্ত হয় এই দ্বীপ শহরটি। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুত্রো পারু জানিয়েছেন, ভুমিকম্পের ফলে ৩০ জন নিহত হয়েছে ও এখনো অনেক নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। ভুমিকম্পের ফলে অনেক ভবন ধ্বসে পড়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *